syed nazrul islam
সৈয়দ নজরুল ইসলাম (রাসেল মোড়ল) (পিপিএম)

ব্যবসায়ী,
বৈমানিক ও
সমাজ সংস্কারক।

  • বর্তমানে নাসাস মার্ক লিমিটেড নামক কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক।
  • তিনি বিগত ২০১৮ ইং সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহন করে সেনাবাহিনীর বিভিন্ন সংস্থা এবং অন‍্যান‍্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সুনামের সাথে ব‍্যবসায়িক সম্পর্ক বজায় রেখে চলেছেন। 
  • ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে নি:স্বার্থ ভাবে জড়িত রেখেছেন। 
  • তিনি পদ্মা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। 
  • তিনি অবসরের পর থেকে অদ্যাবদি তার নিজস্ব এলাকা জাজিরা-পালং এ সমাজ সংস্কারে অনবদ্য ভূমিকা রেখেছেন। উক্ত এলাকার রাজিনীতিতে তিনি একজন মধ্যমন্হী ন‍্যায়পরায়ন মানুষ হিসেবে ইতোমধ্যে মানুষের আস্থার জায়গায় পোঁছে গেছেন।

Lieutenant Colonel (Retd.) Syed Nazrul Islam PPM’s Biography:

  • He is currently the Managing Director of Nasas Mark Limited.
  • He retired from the Army in 2018 and has since maintained strong business relationships with various military organizations, as well as other government and private institutions.
  • Alongside his business activities, he has selflessly engaged in various social initiatives.
  • He is the founding president of Padma Club Limited.
  • Since his retirement, he has played a significant role in social reforms in his hometown, Jajira-Palong. In the local politics of the area, he has earned a reputation as a just and moderate person, gaining the trust of the people.
     
     

লেঃ কর্নেল (অব:) নজরুল শরীয়তপুর জেলার জাজিরা থানার পূর্ব নাওডোবার মোড়ল পরিবারের সন্তান। তার পিতা মরহুম এ কে সফিউদ্দিন আহমেদ (সফি মোড়ল) পেশাগত জীবনে ছিলেন শিক্ষক। তিনি মাদারীপুরের নাজিমউদ্দিন কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি মাদারীপুরের শিবচর থানার কাঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।  পরবর্তীতে উক্ত বিদ্যালয়টি সুনামের সাথে প্রতিষ্ঠা পেলে তিনি জাজিরার লাউখোলা এ এস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা পেশায় থাকাকালীন তিনি বিভিন্নভাবে সামাজিক কর্মকান্ডে জড়িত থেকেগোটা শরীয়তপুরে একজন পরোপকারী স্বনামধন্য ব্যক্তিত্বে পরিনত হন। জাজিরা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে তার অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া শিবচর থানার অধীনে একটি  প্রাথমিক বিদ্যালয়  প্রতিষ্ঠার ব্যাপারে তার অবদানের কথা এখনো শিবচরবাসী মনে রেখেছেন । তিনি জাজিরা থানার ঋন শালিশী বোর্ডের গুরুত্বপূর্ণ সদস‍্য ছিলেন  ।মাষ্টার  সফি উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে আইন বিষয়ে  অধ্যায়নরত  এবং বি, এ, বি, এড প্রশিক্ষণ চলাকলীন সময় মৃত্যুবরন করেন।

Family Background:

Lieutenant Colonel (Retd.) Nazrul is a descendant of the renowned Morol family of East Naodoba, Jajira Upazila, in Shariatpur District. His father, the late A.K. Safiuddin Ahmed (Safi Morol), was a teacher by profession. He completed his graduation from Nazimuddin College in Madaripur. He was the founding headmaster of Kathalbari High School in Shibchar, Madaripur. After successfully establishing this school, he joined Laukhola AS High School in Jajira as the founding headmaster. During his teaching career, he was deeply involved in various social activities and became a well-known philanthropist throughout Shariatpur. His contribution to the establishment of Jajira Degree College was highly commendable. Additionally, the people of Shibchar still remember his role in founding a primary school under Shibchar Upazila. He also served as an important member of the Loan Settlement Board in Jajira Upazila. Master Safiuddin Ahmed passed away in 1993 while studying law and undergoing his BA and B.Ed training.

মরহুম এ কে সফিউদ্দিন আহমেদ (সফি মাস্টার) জাজিরার লাউখোলা এ এস উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন ১৯৬৯ ইং সালে তৎকালীন সরকার যখন পিচ কমিটি গঠন করেন তখন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উক্ত বিদ্যালয়ের লাইব্রেরিতে জাজিরা থানার পিচ কমিটির সভা অনুষ্ঠিত করতো। উক্ত কমিটিতে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষককে রাখাটা তাদের জন‍্য প্রয়োজন ছিল বিধায় তাকে সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত করা হয়। তখন জাজিরা থানা প্রতিষ্ঠান বিদ্যালয়ের নিকটে অবস্থিত ছিলো। সবকিছু মিলিয়ে তিনি শান্তি শৃংখলা রক্ষায় অভূতপূর্ব ভূমিকা রেখেছেন, স্বেচ্ছাচারিতায় নয়।তিনি ছিলেন দল মত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য ও শ্রদ্বাভাজন ব্যাক্তি।

তিনি তৎকালীন মুসলিম লীগের একজন পদধারী সদস্য ছিলেন। দেশ বিভাজনের যুদ্ধে তার বেশ কিছুছাত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং তিনি কোনো ভাবেই কোনো অসাম্প্রদায়িক সংগঠন কে সমর্থনকরেন নাই। স্বাধীনতার পরে বেশ কয়েক বছর কোনো রাজনৈতিক দলে উপস্থিত থাকেন নি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাজিরা থানার আহবায়ক  ছিলেন। তার জীবদ্দশায় তৎকালীন রাষ্ট্রপ্রধানগন তাকে ব্যাক্তিগতভাবে চিনতেন। একজন প্রতিভাবান শিক্ষক হিসেবে তিনি দেশের শিক্ষক মহলে প্রভাবশালী বন্ধু হিসেবে গ্রহনযোগ্য ছিলেন। এস এস সি পরীক্ষার সময় থানা ও জেলায় হল সুপারের দায়িত্বটি প্রায়শই তাঁর  উপর অর্পিত হতো। তৎকালীন উপজেলা থেকে জেলা পর্যন্ত সকল শ্রেনীর কর্মকর্তাও কর্মচারীদের আস্থার ঠিকানা ছিলেন মাস্টার এ কে সফিউদ্দিন আহমেদ (সফি মোড়ল)।তার মা, মমতাজ বেগম সমাজ সেবা অধিদপ্তর থেকে অবসর গ্রহন করেন। বড় বোন আইনুন নাহার আখি বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়া তে তার নিজের ব্যবসা পরিচালনা করেন।মেজ বোন কামরুন নাহার রুবী এডভোকেট ঢাকা হাই কোর্ট।ছোট বোন ইন্জিনিয়ার, আমেরিকার নিউইয়র্কএ Fire Department এ কর্তব‍্যরত রয়েছেন।

Father and mother’s professional life, social status, and political ideals, as well as the current status of the sisters:

The late A.K. Safiuddin Ahmed (Safi Master) was working at Laukhola AS High School in Jazira when, in 1969, the then government formed a pitch committee. The founder of the school would hold meetings of the Jazira Thana Pitch Committee in the school’s library. Since it was necessary to include the headmaster of the school in the committee, he was appointed as the organizational secretary. At that time, Jazira Thana was located near the school. Overall, he played an exceptional role in maintaining peace and order, not through authoritarianism, but through consensus. He was a respected and trustworthy individual, regardless of political affiliations.

He was a member of the then Muslim League. Many of his students participated in the Liberation War during the country’s partition, and he never supported any communal organization. After the war of independence, he did not engage in politics for several years. He later became the convenor of the Bangladesh Nationalist Party (BNP) in Jazira Thana. During his lifetime, the then heads of state personally knew him. As a talented teacher, he was an influential and well-respected figure in the country’s teaching community. During SSC exams, the responsibility of serving as the hall supervisor for both the Thana and district level exams was often entrusted to him. He was also a trusted figure for officials and employees at all levels, from the upazila to the district.

His mother, Momtaz Begum, retired from the Department of Social Services. His eldest sister, Ainun Nahar Akhi, currently runs her own business in California, USA. His second sister, Kamrun Nahar Ruby, is an advocate at the Dhaka High Court. His youngest sister is an engineer working for the Fire Department in New York, USA.

পিতার চাকুরীগত কারনে পরিবারবর্গ জাজিরার মূলনা ইউনিয়নে বসবাস কালীন সময়ে লে: কর্নেল (অব:) নজরুল লাউখোলা তে জন্মগ্রহন করেন ১৯৭৫ সালে। তার নানার বাড়ি মূলনা ইউনিয়নে। তার নানা তৎকালীন সময়ে শিক্ষিত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি সরকারের থানা সেনেটারী ইন্সপেক্টর হিসাবে নিয়োগ প্রাপ্ত ছিলেন।পরবর্তীতে পরিবার জাজিরা সদরে স্হানান্তরিত হলে সেখানে পরিবারের সাথে অবস্থান করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। প্রাথমিক ও মাধ্যমিক এ বৃত্তি প্রাপ্ত এই অফিসার , জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় থেকে উক্ত সময়ে জেলার মধ্যে এসএস সি পরীক্ষায়  ১৯৯২ এ সর্বোচ্চ নম্বর পেয়ে সকল বিষয়ে লেটার সহ উত্তীর্ণ হয়ে সারা এলাকারসন্মান কে উন্নীত করেন। তিনি বিদ্যালয়ে স্কাউটের ট্রুপ লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায়  সমসাময়িক সময়ে সকলের মনে স্থান করে নিয়েছেন। সেই থেকে অদ্যাবধি, তিনি মানুষের সাথে পিতার অনুরূপ সৌহার্দতা ও সখ্যতা রক্ষা করে চলেছেন এবং কালের বিবর্তনে নিজস্ব এলাকার একজন জনপ্রিয় মানুষ হিসেবে অবস্হান করে নেন। তিনি সরকারী বিজ্ঞান কলেজ থেকে প্রথম বিভাগে এইচ এস সি সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড পদে পরীক্ষা দেন। তিনি বাংলাদেশ মিলিটারী একাডেমি থেকে বিজ্ঞান বিভাগ থেকে গ্রাজুয়েশন লাভ করেন এবং সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এম বি এ সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ আর্মি এভিয়েশন স্কুল থেকে কোয়ালিফাইড হেলিকপ্টার ইন্সট্রাক্টর (কিউ এইচ আই)  ডিগ্রী অর্জন করেন।

Childhood and Educational Life:

Due to his father’s professional responsibilities, the family resided in Mulna Union of Jazira during which time Lt. Colonel (Retd.) Nazrul was born in Laukhola in 1975. His maternal grandparents’ home was in Mulna Union. His maternal grandfather was an educated and dignified individual of that era, serving as a Government Thana Sanitary Inspector.

Later, the family relocated to Jazira town, where he lived with them and completed his primary and secondary education. A recipient of scholarships in both primary and secondary levels, this officer brought honor to his region by achieving the highest marks in the SSC examination in 1992 from Jazira Mohar Ali High School, earning letters in all subjects and gaining district-wide recognition. He also served as the troop leader of the school’s Scout team and left a lasting impression on everyone through his participation in sports and cultural activities.

Since then, he has maintained cordial relations with people, following in his father’s footsteps, and has established himself as a well-regarded figure in the area over time. After completing his HSC with first division from Government Science College, he appeared for the commissioned officer examination in the Bangladesh Army. He graduated in Science from the Bangladesh Military Academy and earned an MBA from Southeast University. Additionally, he obtained the Qualified Helicopter Instructor (QHI) degree from the Bangladesh Army Aviation School.

১৯৯৮ সালের জুন মাসের ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কুমিল্লা সেনানিবাসে  সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন। তিনি ২০০১ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান।তিনি ২০০৩ সালে আর্মি কমান্ডো কোর্স সম্পন্ন করেন। তিনি ২০০৪ সালে বাংলাদেশের আর্মি এভিয়েশনে বেসিক কোর্স-৬ এ পাইলট প্রশিক্ষণ এর জন্য যোগদান করেন এবং ২০০৬ সালে এখন সমাপ্ত করেন। মাত্র ৪/৫ জন আর্মি অফিসারের মধ্যে একজন সুযোগ প্রাপ্ত অফিসার  যিনি দুই পাশে দুইটি উইং (একটি কমান্ডো উইং ,আর একটি এ‍্যাভিয়েশন উইং) পরিধান করতেন, যে কারনে “ডাবল উইং নজরুল” নামেই সবাই তাকে সনাক্ত করতো।একজন সাধারণ অফিসার দেশ ও দেশের বাহিরে যে সকল প্রশিক্ষণ নিয়ে থাকে, তিনি সেগুলো করেছেন, তার পাশাপাশি তিনি এভিয়েশন সেক্টরে দেশ ও বিদেশে ০৮ (আট) টি প্রশিক্ষন গ্রহন করেন। তিনি সেসনা – ১৫২, বেল-২০৬ হেলিকপ্টার, বেল-৪০৭ হেলিকপ্টার, এম আই- ১৭, জেড -০৯ ধরনের বিমান ও হেলিকপ্টার এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশ আর্মি এভিয়েশনে হেলিকপ্টার কোর্সে প্রথমস্থান অধিকার করেন। তিনি চায়না ও আমেরিকাতে হেলিকপ্টার প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি চায়না সেনাবাহিনীর ফরেন ট্রেনিং ডিপার্টমেন্টে ০৩ দেশের প্রশিক্ষণরত অফিসারদের মধ্যে প্রথম স্থান লাভ করেন এবং চায়না সরকারের পক্ষ থেকে “এ‍্যাক্সেলেন্ট “ সনদ প্রাপ্ত হন। তিনি খ্যাতিসম্পন্ন একজন হেলিকপ্টার প্রশিক্ষক।র‍্যাপিড একশন ব্যাটালিয়ন এর দপ্তরের এয়ার উইং এর পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন অভিযানে অত্যন্ত সাহসিকতা প্রদর্শনের জন্য পিপিএম পদক লাভ করেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ আর্মি এভিয়েশন থেকে অকালীন অবসরে আসেন। তিনি নিয়মিত পেনশন ভোগ সহ সকল সুযোগ সুবিধা পাচ্ছেন।

Professional Career and Retirement:

In June 1998, he joined the Field Regiment Artillery at Comilla Cantonment as a Second Lieutenant. He was promoted to the rank of Captain in 2001 and completed the Army Commando Course in 2003. In 2004, he joined the Basic Course-6 in Army Aviation for pilot training, which he successfully completed in 2006.

He was one of the few Army officers privileged to wear two wings—a Commando Wing and an Aviation Wing—earning him the nickname “Double Wing Nazrul.” Like any other officer, he undertook various professional trainings both at home and abroad. Additionally, in the aviation sector, he completed eight specialized trainings in different countries.

He received training on Cessna-152 aircraft, Bell-206 helicopters, Bell-407 helicopters, MI-17 helicopters, and Z-09 helicopters. He secured first place in the Helicopter Course at Bangladesh Army Aviation. He also completed helicopter training in China and the United States. While in China, he ranked first among officers from three countries at the Foreign Training Department of the Chinese Army and was awarded an “Excellent” certificate by the Chinese government.

As a renowned helicopter instructor, he served as the Air Wing Director at the Rapid Action Battalion (RAB) headquarters, where he demonstrated exceptional bravery in various operations and was awarded the President Police Medal (PPM).

In 2018, he took early retirement from Bangladesh Army Aviation. He currently enjoys regular pension benefits and other facilities.

লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম, পিপিএম ২০০৪ সালে শরীয়তপুরের সদর থানার শৌলপাড়া ইউনিয়নে সম্ভ্রান্ত খান পরিবারে শায়লা সারমিন পিতাঃ আবুল কাশেম খান গ্রামঃ পূর্ব সারেংগায় এর সাথেপারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারএক পুত্র সন্তান আজোয়াদ বিন নজরুল ও এক কন্যা সন্তান আজমিনা সানুম রয়েছে। পুত্র ওকন্যা উভয়ে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর SEMS কলেজে পড়াশোনা করে। তার স্ত্রী শায়লা সারমিন রাজউক উত্তরামডেল কলেজ থেকে এইচ এস সি এবং বিএফ শাহীন কলেজ থেকে গ্রেজুয়েশন সম্পন্ন করেন।তিনি অবসরে আসার পর থেকে  ঢাকা সেনানিবাসেরঅভ্যন্তরে বসবাস করে আসছেন। তার মোড়ল বংশ নাওডোবা তে এবং সেখানে তিনটি গ্রাম জুড়ে মোড়লদের বসবাস। মোড়ল বংশকে এলাকার সকলে উচ্চ ও কৌলিন বংশ হিসেবে মূল্যায়ন করে থাকে ।

Family Life:

Lt. Colonel (Retd.) Syed Nazrul Islam, PPM married Shaila Sarmine in 2004 in a family-arranged ceremony. Shaila, the daughter of Abul Kashem Khan from East Sarenga village in Shaulpur Union of Sadar Thana, Shariatpur, hails from the distinguished Khan family. They have two children: a son, Ajoyad Bin Nazrul, and a daughter, Azmina Sanum. Both children study at SEMS College of the Air Force in Dhaka Cantonment.

Shaila Sarmine completed her HSC from RAJUK Uttara Model College and graduated from BAF Shaheen College. Since his retirement, Lt. Colonel Nazrul has been residing within Dhaka Cantonment with his family. His ancestral lineage traces back to the Morol family in Naodoba, which spans three villages. The Morol family is widely regarded in the region as a noble and esteemed lineage.

লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম, পিপিএম বাল্যকাল থেকে পারিবারিক আভিজাত্য ও অভ্যাসের সূত্র ধরে মানুষ ও সমাজকে ঘিরে সময় ব্যয় করে আসছেন। শিক্ষা ও চাকরি জীবনে উভয় স্থানে মনোযোগী থেকে নিজের সময়ের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু সময় মানুষের জন্য নিবেদন করতেন।  তিনি অবসর গ্রহণের পর থেকে , এমনকি কোভিড-১৯ মহামারীর  সময়ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, ছুটে চলে যেতেন কভিড আক্রান্ত এলাকার মানুষকে স্বশরীরে উপস্হিত থেকে হাসপাতালে ভর্তি করার জন‍্য। প্রাকৃতিক কিংবা ভৌতিক দুর্যোগে গণমানুষের পাশে দাঁড়ানো তার সৌখিনতা।তিনি  চাকুরিরত অবস্থায় সামাজিক কাজে নিজেকে সংশ্লিষ্ট করে রেখেছেন, নিজস্ব এলাকায় জনগোষ্ঠীর সোহার্দতায় সিক্ত হয়েছেন। অবসরে আসার পরে তিনি বিভিন্ন মাত্রায় সমাজ সংস্কারক হিসেবে জাজিরা ও পালং এ উপজেলায় সামাজিক অবক্ষয় নিরসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার নিরলস পরিশ্রম সর্বজনবিদিত। বিগত ৪/৫ বছর তিনি নিম্নলিখিত প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত আছেন:

  •  মাদকবিরোধী আন্দোলন সোসাইটি শরীয়তপুর – প্রধান উপদেষ্টা।
  • জাজিরা যুবক কল্যাণ ফাউন্ডেশন – প্রধান উপদেষ্টা। 
  •  দক্ষিণ ডুবুলদিয়া একতা ফাউন্ডেশন – উপদেষ্টা ।
  •  পূর্ব নাওডোবা নুরুজ্জামান জামে মসজিদ – সভাপতি ।
  • পূর্ব নাওডোবা আইডিয়াল কিন্টার গার্ডেন – সভাপতি ।
  •  ব্রাইট স্টার কিন্ডারগার্ডেন ও হাই স্কুল – পরিচালক ।
  •  ঢাকা বিশ্ববিদ্যালয় জাজিরা ছাত্র পরিষদ ‘পদ্মা’ – প্রধান উপদেষ্টা ।

 রাজিব স্মৃতি সংসদ , পূর্ব নাওডোবা – উপদেষ্টা ।

Social Engagement:

Lt. Colonel (Retd.) Syed Nazrul Islam, PPM has been deeply connected to people and society since his childhood, shaped by his family’s values and traditions. Throughout his education and professional career, he dedicated specific portions of his time to serve others, balancing his commitments with his sense of duty toward humanity.

Since his retirement, and even during the COVID-19 pandemic, he has remained actively involved in social service. He personally visited COVID-affected areas, helping individuals get admitted to hospitals. Supporting people during natural or man-made disasters is one of his passions. Even while in service, he engaged in social work and earned the admiration of his community for fostering harmony.

Post-retirement, he has played a significant role in addressing social issues and acting as a reformer in the Jazira and Palong Upazilas, working tirelessly to eliminate social decay. His efforts to establish justice and fairness in society are widely recognized. Over the past 4–5 years, he has been directly associated with the following organizations:

  • Anti-Drug Movement Society, Shariatpur – Chief Advisor
  • Jazira Youth Welfare Foundation – Chief Advisor
  • South Dubuldiya Ekta Foundation – Advisor
  • East Naodoba Nuruzzaman Jame Mosque – President
  • East Naodoba Ideal Kindergarten – President
  • Bright Star Kindergarten and High School – Director
  • University of Dhaka Jazira Student Council ‘Padma’ – Chief Advisor
  • Rajib Memorial Association, East Naodoba – Advisor
     
     
  •  পদ্মা ক্লাব লিমিটেডঃ ফাউন্ডার প্রেসিডেন্ট 
  •  ঢাকা রাইফেল ক্লাবঃ সদস্য 
  • আর্মি গলফ ক্লাবঃ সদস্য 
  •  রাওয়া ক্লাবঃ সদস্য 

জাজিরা ও পালং এ  তাকে বলা হয় গণমানুষের মুখপাত্র। তিনি সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন বলে তাকে বলা হয় “সুষ্ঠু ভোটের প্রবর্তক ”।  জাজিরার প্রান্তে পদ্মা নদীতেঅবৈধ ড্রেসিং বন্ধে তার অবদান অনস্বীকার্য।

Social Clubs He Is Associated With:

  • Padma Club Limited: Founder President
  • Dhaka Rifle Club: Member
  • Army Golf Club: Member
  • RAOWA Club: Member

In Jazira and Palong, he is known as the “Voice of the People.” He is credited with restoring voting rights to the people, earning him the title “Pioneer of Fair Elections.” His contributions to halting illegal dredging in the Padma River at the edges of Jazira are undeniable.

অবসরের পর তিনি সরাসরি নিজস্ব এলাকায় সামাজিক কর্মকান্ড ও সমাজ সংস্কারের কাজ শুরু করেন। তিনি চাকরিরত অবস্থায় পরোক্ষভাবে জাজিরা পালং এর মানুষকে সুষ্ঠু ধারার রাজনীতিতে উদ্বুদ্ধ করেছেন। অবসরে এলে সে কাজগুলো প্রত্যক্ষভাবে করার সুযোগ পান এবং হয়ে ওঠেন সর্বাধিক জনপ্রিয়। তিনি একটা স্লোগান বা বিশ্বাসে মানুষকে উদ্বুদ্ধকরেন ” যারা আপনাকে ভোট দেয় তারা অবশ্যই আপনার মানুষ কিন্তু যারা ভোট দেয় নাইজনপ্রতিনিধিদের ভাবতে হবে তারাও আপনার মানুষ”। তিনি জাজিরা পৌরসভা নির্বাচনে নিজদায়িত্বে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে গণ মানুষকে সাহায্য করেছেন। এছাড়া জাজিরা থানার প্রায় সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি পাশে  থেকে সুকৌশলে সুষ্ঠু ভোট সম্পাদন নিশ্চিত করেছেন।এছাড়া পার্শ্ববর্তী উপজেলা পালং এ ০৭ (সাত) টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু  ভোট নিশ্চিতকল্পে মানুষকে সাথে নিয়ে লড়াই করেছেন। জাজিরায় সকল দলের অবস্থান ও প্রচার কার্যকে তিনি অবিরাম করেছেন,  দলাদলিকে হানাহানির পর্যায়ে নিতে দেননি। 

Political Ideals and Role:

After retirement, he directly engaged in social work and community reform in his local area. During his service, he indirectly inspired the people of Jazira and Palong toward fair and principled politics. Upon retirement, he took on these responsibilities directly, becoming widely popular. He motivates people with his slogan and belief:

“Those who vote for you are certainly your people, but elected representatives must also consider those who didn’t vote as their people.”

He played a significant role in ensuring free and fair voting in the Jazira municipal elections, personally helping the public exercise their voting rights. Additionally, he actively supported and tactfully ensured fair elections in nearly all union council elections in Jazira Thana. He also fought alongside the people to guarantee fair voting in seven union council elections in the neighboring Palong Upazila.

He consistently worked to maintain the presence and promotional efforts of all political parties in Jazira, preventing factionalism from escalating into violence.

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি মুহূর্তকে গুরুত্বের  সাথে বিবেচনা করতঃ পরিবর্তিত পরিস্থিতি পর্যন্ত নিরলসভাবে নিজস্ব অবস্থান থেকে কাজ করেছেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাজিরার “পদ্মা”এর প্রধান উপদেষ্টাদ হিসেবে সদস্য গনের আন্দোলনে সাহস জোগাড়করেছেন।  হল থেকে বিতাড়িত কতিপয় ছাত্রের আর্থিক দায়িত্বপালন করেছেন। (Syed Nazrul Islam FacebookLink:)তিনি মহাখালী ডি ও এইচ এস (Mohakhali- DOHS) অবস্থান করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে থেকে আন্দোলন ত্বরান্বিত করেছেন। জাজিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বৃন্দ তার প্রত্যক্ষ অনুসারী। 

Dedication and Contributions to State Affairs:

He actively engaged in the anti-discrimination student movement, meticulously considering every moment and tirelessly working from his position until the situation changed. As the Chief Advisor of Jazira’s “Padma” at Dhaka University, he encouraged the members involved in the movement, offering them courage and guidance. He also took financial responsibility for several students who were evicted from their dormitories.

(Syed Nazrul Islam Facebook Link:)

Residing in Mohakhali DOHS, he collaborated with retired Armed Forces members to accelerate the movement. The members of the Jazira Anti-Discrimination Student Movement are his direct followers.

লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম, পিপিএম চাকরি থেকে এল পি আর এ গমন করেই প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন যেটির তিনি নাম দেনঃ NASAS – (Nazrul’s Accord for Self and Society) যেটি ব্যবসা প্রতিষ্ঠান হলেও  সমাজসেবার ব্রতটা মাথায় রাখতে তিনি ভুলে যান নাই, নামের বর্ধিত রূপ তারই প্রমাণ বহন করে। গত ৪/৫ বছরের ব্যবসায় তিনি যথেষ্ট শ্রম ও মেধা ব্যয় করেছেন, প্রতিষ্ঠা করেছেন ব‍্যবসায়িক সম্পর্ক।

Professional Life in Business:

Lt. Colonel (Retd.) Syed Nazrul Islam, PPM registered his first company shortly after transitioning to LPR, naming it NASAS (Nazrul’s Accord for Self and Society). While it is a business enterprise, he ensured that the spirit of social service remained a key focus, as reflected in the extended meaning of the name. Over the past 4–5 years, he has invested significant effort and intellect into his business, successfully establishing strong professional relationships.

  • NASAS MARK LTD.
  • NASAS Builtteac Solution 
  • NASAS AUTO RICE MILL LTD.
  • NASAS AVIATION LTD. 
  • NASAS Consultancy and Services Ltd.


The Following Business Ventures and Affiliations:

  • NASAS MARK LTD.
  • NASAS Builtteac Solution 
  • NASAS AUTO RICE MILL LTD.
  • NASAS AVIATION LTD. 
  • NASAS Consultancy and Services Ltd.
 
  •  সরবরাহকারী (ভোগ্য পণ্য) সরকারি/বেসরকারি ।
  •  পরামর্শ ও সরবরাহকারী – আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ল্যান্ড প্রজেক্ট জাজিরা ।
  •  ভুসম্পত্তি ক্রয় বিক্রয়।
  •  বাস সার্ভিস মাদারীপুর – ঢাকা 
  •  অটো ব্লগ তৈরি ও বিক্রয়। 
  •  স্ক্র্যাপ (সরকারী বেসরকারী) ক্রয় বিক্রয়। 
  •  ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিক্রয়। 
  •  ব্যবসা সংক্রান্ত কনসালটেন্সি। 
  •  সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণের জন্য বৈমানিক প্রেরক বাংলাদেশ এজেন্ট) হিসাবে।

His Current Sources of Direct Income:

  • Suppliers (Consumer Goods) Government/Private.
  • Consultant and Supplier – Army Welfare Trust Land Project, Jazira.
  • Real Estate Buying and Selling.
  • Bus Service Madaripur – Dhaka.
  • Auto Blog Creation and Sales.
  • Scrap (Government/Private) Buying and Selling.
  • Fire Fighting Equipment Sales.
  • Business Consultancy.
  • Pilot Dispatch Agent (Bangladesh Agent) for Training at Fujairah Flying Academy, UAE

সমাজ সেবার যে ব্রত গ্রহণ করে অসম্ভব প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন, সেই গতিশীলতাকে আরো বেগবান করে তিনি নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। কুচক্রী চক্র দশচক্রে রুপান্তরিত হলেও গতিপথ পরিবর্তন করার মানুষিকতা তাঁর নেই।

Social Commitment:

The commitment to social service that he embraced, even in the face of incredibly adverse conditions, has only strengthened his determination to accelerate that momentum and remain focused on achieving his goals. Despite various conspiratorial forces attempting to derail his path, he remains unwavering in his resolve and does not allow any change in his direction.